• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
চরভদ্রাসনে ৭৩ জনের নমুনা সংগ্রহ, পজেটিভ ১, নেগেটিভ ৬৩
মো.মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় (কোভিড-১৯) করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ৩এপ্রিল থেকে এপর্যন্ত ৭৩ জনের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য  বিভাগ।
এর মধ্যে গত ২০ এপ্রিল ঢাকা থেকে আসা এক নারীর নমুনা সংগ্রহ করলে পরীক্ষাগার থেকে আসা রিপোর্টে সে উপজেলায় প্রথম করোনা আক্রান্তরোগী সনাক্ত হয়।
আক্রান্ত রোগীর বাড়ি উপজেলা সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে। সে ওই গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, গত ৩এপ্রিল থেকে এই পর্যন্ত উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো ৭৩ জনের মধ্যে ৬৪ জনের রিপোর্ট আমাদের হাতে এসেছে। এর মধ্যে এক জনের পজেটিভ ও ৬৩  জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এছাড়া বাকি নয় জনের রিপোর্ট এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি বলে তিনি জানান।
এদিকে, উপজেলায় প্রথম করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ ঐদিনই উক্ত করোনা আক্রান্ত নারীর  বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লক ডাউন ঘোষনা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।