• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫, আহত ১১

ছবি-প্রতিকী

টাঙ্গাইলে ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।

শনিবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।ট্রাকটি আয়ল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই এক নারীসহ চরজন নিহত হন। তারা ওই ট্রাকে করে রংপুরে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন ঃপুত্রবধূর হাতে শ্বাশুড়ি খুনের অভিযোগ

কামাল হোসেন জানান, হতাহতরা সবাই নিন্মআয়ের মানুষ। করোনা আতঙ্কে তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন। তাদের অধিকাংশের বাড়ি রংপুর।

আরও পড়ুন ঃমাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলেন এসিল্যান্ড সাইয়েমা হাসান

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।