• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
টেকনাফে পুলিশ-বিজিবির পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাদক কারবারি নিহত

হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি::

টেকনাফে বিজিবি-পুলিশের পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪জন মাদক কারবারী নিহত হয়েছে। বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ৩জন ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১জন মাদক কারবারি নিহত হয়েছে।

এঘটনায় বিজিবি ঘটনাস্থল থেকে ১ লক্ষ ৮০ হাজার ইয়াবা, ২টি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ,একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২৭ মার্চ রাতে গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে মাদক পাচারের ঘাঁটি হিসাবে খ্যাত হ্নীলা ইউনিয়ন লেদা নাফনদী সংলগ্ন ছুরিখাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে। সেই গোপন তথ্যে গভীর রাত ১২টার দিকে সীমান্ত প্রহরী বিজিবির একটি চৌকষ দল উক্ত এলাকায় অবস্থান নিলে অন্ধকারের মধ্যে ৪/৫ জন লোক একটি নৌকা দ্বারা নাফনদী পার হয়ে ছুরিখাল এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে থামতে সংকেত দিলে নির্দেশ অমান্য করে।

তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করে। এতে বিজিবি তিন সদস্য আহত হয়। বিজিবিও আত্মরক্ষার্থে সরকারী সম্পদ রক্ষা করার জন্য পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ৫/৬ মিনিট গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর ঘটনাস্থল থেকে বিজিবি গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা তিন যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করে। এরপর কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাদের তিন জনকে মৃত ঘোষনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সল হাসান খাঁন (পিএসসি) কক্সবাজার জার্নালকে জানান, বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া তিন ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।

সকল অপচেষ্টা প্রতিরোধ ও মাদক কারবারীদের নির্মুল করার জন্য সীমান্তে বিজিবি সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে।

এদিকে টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যংয়ে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মুসা আকবর নামে এক মাদক মাদক কারবারী নিহত হয়েছে।

ঘটনাস্থল তল্লাশী করে ৬ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ১টি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ,৬ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাস জানান, মাদক মাদক কারবারীদের নির্মুল করতে পুলিশের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।