• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
অভ্যর্থনা জানাতে লাল গালিচায় প্রিয় ক্যাম্পাস-সোহাগ জামান

সোহাগ জামান,ফরিদপুর :

কোভিড-১৯ আতঙ্কে থমকে আছে গোটা বিশ্ব। প্রতিদিন বিশ্বের প্রতিটি প্রান্তে বাড়ছে মৃত্যুর মিছিল।এই মৃত্যুর মিছিল কমাতে সবাই নিজেকে লুকিয়ে রাখছে বদ্ধ ঘরে।অথচ বৈশাখের পড়ন্ত বিকেলে প্রকৃতির নিয়মে লাল গালিচায় সেজেছে প্রানের ক্যাম্পাস।শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা দিতে প্রতিদিন সেজে থাকে ফরিদপুর শহরে অবস্থিত দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারী রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসটি। আর এক অজানা আতঙ্কে আজ থমকে গেছে হাজারও শিক্ষার্থীর পদচারনায় মুখরিত প্রানের প্রিয় ক্যাম্পাস। কৃঞ্চচুড়া তার লাল ফুলের গালিচা সাজিয়ে বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রকৃতির নিয়মে আবারও পরেরদিন পূর্ব আকাশে রক্তমাখা আভা নিয়ে সূর্য উঠে। সকাল হয়, বেলা গড়িয়ে পশ্চিমে অস্ত যায়।ক্যাম্পাসটি ফুল সাজিয়ে অপেক্ষায় থাকে প্রিয় শিক্ষার্থীদের অভ্যর্থনা দিতে। তবুও দেখা মিলেনা মনের মানুষের।
১৮১৯ সাল থেকে শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ক্যাম্পাসটি আজও ঠায় দাঁড়িয়ে আছে। লাল গালিচা সাজিয়েছে ক্যাম্পাসের প্রবেশপথে তবুও দেখা মিলছে না প্রানের শিক্ষার্থীদের।
কবে দেখা মিলবে? কবে আবার প্রান ফিরে পাবে প্রিয় ক্যাম্পাসটি?
কবে নতুন সূর্য উঠবে? ক্যাম্পাসের সামনে দাড়িয়ে থাকা গাড়িতে উঠে হই হুল্লোড় করে সকলে অনার্স ক্যাম্পাসে যাবে। শহর ক্যাম্পাস মেতে উঠবে প্রিয় শিক্ষার্থীদের পদচারনায়। ক্যাম্পাস মাঠে বসে বন্ধুদের আড্ডা হবে। ঝালমুড়ি আর বাদাম ওয়ালাদের হাক ডাকে ভরে উঠবে প্রানের ক্যাম্পাস।
বছর ঘুরবে, রুকসু নির্বাচন হবে, নতুন কমিটিতে
আসা শিক্ষার্থীদের সংর্বধনা হবে। কনসার্টের আয়োজনে কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠবে পুরো মাঠ। ক্যাম্পাস জুড়ে আনন্দের বন্যা বইবে।
পুকুর পাড়ে বসে বন্ধুদের খুনশুটি হবে।

হ্যাঁ, এই মহামারী জয় করে নতুন সূর্য উঠবেই ইনশাআল্লাহ্, আবারও প্রকৃতি তার লাল গালিচায় শিক্ষার্থীদের সংর্বধনা দিবে। ক্যাম্পাস তার হারানো প্রান ফিরে পাবে।ততোদিন সকলে ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ্য থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।