সদরপুরে ইমামদের নিয়ে যুব উন্নয়নের প্রশিক্ষণ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইমামদের নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে প্রশিক্ষণ সভার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানে বিজ্ঞান সম্মত উপায়ে প্রাণীর চামড়া ছড়ানো এবং চামড়া সংরক্ষণের কৌশল বিষয়ে অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস,সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম খান।