• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

১৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাড়ি ঘুরে ঘুরে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করলেন ফরিদপুরের জেলা প্রশাসক

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধি   সারা বিশ্বের মত বাংলাদেশও বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস যাতে আমাদের দেশে মহামারি আকার ধারণ করতে না পারে সে বিষয়ে সরকার খুবই তৎপর। আর সে কারণেই সারা দেশ আজ প্রায় লকডাউন। এখন চলছে ১০ দিনের লম্বা সরকারি ছুটি। খেটে খাওয়া মানুষগুলোও আজ ঘরবন্দি।

তাই বলে খেঁটে খাওয়া এই মানুষগুলো না খেয়ে দিন পার করবে? না! খেটে খাওয়া এই মানুষগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন আর তাই এদের জন্য ব্যবস্থা করেছেন ত্রাণের। সারা বাংলায় এই ত্রাণ কার্যক্রম চলবে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরে আজ ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত ত্রান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝ থেকে বিতরণ কার্যক্রমের শুরু করেন। এরপর ইউনিয়নের অন্য এলাকাগুলোতেও বিতরণে তারা অংশ নেন। এসময় প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, আলু, পিয়াজ, সাবান, মাস্ক সম্বলিত এ ব্যাগ তুলে দেওয়া হয়। কানাইপুর ইউনিয়নের ২০০ শত পরিবার সহ জেলায় মোট ১৬০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ছাড়াও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ও কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে সকলকে ঘরেই থাকতে হবে, এতে যাদের রোজগারের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তাদের জন্য সরকার ত্রাণের ব্যবস্থা করেছে। কেউ ঘর থেকে বের হবে না, আপনাদের যা প্রয়োজন আমরা তা ঘরে ঘরে পৌছে দিব। সরকার আপনাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে। আপনারা সুস্থ থাকলে আপনাদের পরিবার সুস্থ থাকবে। পরিবারের কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা ঘরেই অবস্থান করুন। তিনি জানান, ৯টি উপজেলার জন্য খাদ্য সহায়তা বিতরন কর্মসূচিতে ৩১শত ০৬টি পরিবারের জন্য ১১৫ মেঃ টন চাল ও নগদ ১৮ লক্ষ ১০হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অসহায় মানুষের মাঝে বিতরন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ এমপি মোশাররফ হোসেন ৫০০ পিপিই দিলেন চিকিৎসকদের মাঝে

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।