• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
গুড়ে ভেজাল: খোকসায় ৩ দোজালী ব্যবসায়ী গ্রেপ্তার!

এপ্রিল ২৮-২০২০, কুষ্টিয়া প্রতিনিধি।। 

গুড়ে ভেজাল মেশানোর অপরাধে কুষ্টিয়ার খোকসা কালিবাড়ী ও জানিপুরের ৩ দোজালী ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে খোকসা থানা পুলিশ। মামালর আসামী ৩ দোজালী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।খোকসা থানা সূত্রে জানা যায়, $ খোকসা উপজেলা শহরের খোকসা কালিবাড়ী রোডের নিত্য গোপাল বিশ্বাস, খোকসা ডাকবাংলো রোডস্থ দিলীপ বিশ্বাস ষষ্টী এবং জানিপুরস্থ শেখ আলমাস দীর্ঘ দিন ধরে ডিমা গুর তৈরির নামে গুড়ের সাথে ভেজাল মিশ্রিত করে ব্যবসা করে আসছিল। ব্যবসা শুরু পর থেকে তাদের অপকর্মের জন্য ভোক্তার অধিকার এর পক্ষ থেকে একাধিকবার সাবধান করা হয়। ভোক্তা অধিকারের এসকল সাবধান বাণী অগ্রাহ্য করে উক্ত দোজালী ব্যবসায়ীরা তাদের ব্যবসা অব্যাহত রাখে। পরবর্তীতে ভোক্তা অধিকার একাধীকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ড দিলেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে।পরবর্তীতে খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলমের নির্দেশে খোকসা থানার এসআই সোহেল বাদী হয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(গ), ১(ক),(খ) ধারায় উক্ত ৩ দোজালী ব্যবসায়ীকে আসামী করে নিয়মিত মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে খোকসা থানা পুলিশ মামলার ৩ আসামী দোজালী ব্যবসায়ী নিত্য গোপাল বিশ্বাস , দিলীপ বিশ্বাস ষষ্টী এবং শেখ আলমাস হোসেন কে গ্রেপ্তার করেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।