দূলর্ভপুর হাজীপাড়া নিবাসী হাজী রজব আলী আফিন্দী আর নেই।
সুনামগঞ্জ প্রতিনিধি
দূলর্ভপুর হাজীপাড়া নিবাসী প্রবিন মুরুব্বি ওয়াহিদ আলী আফিন্দী,ইয়াকবীর আফিন্দী ও আকমল আফিন্দীর বাবা হাজী রজব আলী আফিন্দী আর আমাদের মাঝে নেই।আজ দুপুর ২:৩০ মিনিটে উনার নিজ বাড়ি দূলর্ভপুর হাজীপাড়া ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা দূলর্ভপুর গ্রামবাসী গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।আমীন।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।