বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষিত
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর উত্তরপাড়া মাঠে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার বিকেলে নির্যাতিত ওই শিশুর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ওই গ্রামের ফারুক শেখের বখাটে ছেলে অনিক শেখের (১৯) নামে। মামলা নং ২৭।
থানা সূত্রে জানা যায়, ওই দিন সকালে শিশুর বাবা মাঠে পাট খেতে কাজ করতে যায়। সকাল সাড়ে আটটার দিকে ওই শিশু তার বাবার নিকট যাচ্ছিল। অনিক শেখ শিশুটিকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের পাট খেতে নিয়ে ধর্ষণ করে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে ধরার জন্য অভিযান চলছে।