শ্রীবর্দীতে গলাই গামছা পেচিয়ে যুবকের আত্মহত্যা
ফিরোজ আল মুজাহিদ বাবু, বকশীগঞ্জ
শেরপুর জেলার শ্রীবরদী চরশিমুলচুড়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে সজিব মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে ।
মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
সজিব, চর শিমুলচুরা গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে এক সাথে সেহেরী খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরে সকালে সবাই ঘুম থেকে উঠলেও সজিবের ঘর বন্ধ থেকে যায়। পরে তার ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় সজিবের মৃতদেহ গামছা পেঁচা অবস্থায় ঝুলে রয়েছে।
স্ত্রীর সাথে তার সর্ম্পকের অবনতি হওয়ায় দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী পিতার বাড়ীতে অবস্থান করছে। এ কারণেই সে আত্মহত্যা করে থাকতে বলে ধারনা করছে তার পরিবারের সদস্যরা।