স্টাফ রিপোর্টারঃ ॥ ফরিদপুর শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মন্ডল এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী মোঃ রহমত উল্লাহ মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা,৩ভাই ১ বোন সহ বহু আত্মিয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রহমত উল্লাহ মন্ডল সোমবার (২৭এপ্রিল) সন্ধ্যায় কমলাপুর তেতুলতলার নিজবাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ডায়াবেটিক হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত সাড়ে ৮ টার দিকে তিনি ইন্তেকাল করেন। এদিকে একজন সদা হাসোজ্জল,ভালো ও অমায়িক ব্যবহারের মানুষ মোঃ রহমত উল্লাহ মন্ডল এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। অনেক শুভাকাংখী তার খোজ খবর নেন। মঙ্গলবার (২৮এপ্রিল) চিরচেনা কমলাপুর তেঁতুলতলা প্রাঙ্গনে সকাল ১০টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন ময়েজ মন্জিল জামে মসজিদের ইমাম মাওলানা কবির আহমেদ। জানাজা শেষে শহরের আলীপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কমলাপুর তেঁতুলতলার ব্যবসায়ী ও শুভাকাংখীগন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও মোঃ রহমত উল্লাহ মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তার ভাতিজা সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব হোসেন পিয়াল। এক শোক বিবৃতিতে তিনি তার চাচার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মাহবুব হোসেন পিয়াল জানান,অনেক অনেক ভালো মনের মানুষ ছিলেন তিনি, একজন সামাজিক মানুষ হিসেবে কমলাপুর বাসীর অত্যান্ত প্রিয় মুখ ছিলেন রহমত চাচা, ছোট বেলা থেকেই অনেক ভালোবাসতেন আমাদেরকে। তার আদর স্নেহ,ভালোবাসা ভুলার মতো নয়। যে কোন বিপদ আপদে তিনি পাশে এসে দাড়াতেন,সাহস দিতেন । আমি দেখেছি দুঃস্থ ও অসহায় মানুষদের তিনি প্রকাশ্যে ও গোপনে সাহায্য সহযোগিতা করতেন এবং খোজ খবর রাখতেন,কারো কোন অসুবিধা আছে কি না জেনে তা সমাধান করতেন। তার মতো এতো উদার মনের এমন মানুষ যেখানেই থাকেন ভালো থাকবেন চাচা । হে মহান আল্লাহ পাক আমরা জানি রহমত চাচা অনেক বেশী ভালো মানুষ ছিলেন,তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো।-আমিন