• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারীতে শ্রমিক সংকটে ধান কাটার কম্বাইন হারর্ভেস্টার রিপার বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

কৃষক বীজ বপন করে সেচ সার দিয়ে অক্লান্ত পরিশ্রম করে মাঠে ধান চাষ করে। শ্রমিক সংকটের কারণে প্রায় প্রতি মৌসুমেই ধান কাটা নিয়ে বিপাকে পড়েন চাষিরা। সময় মতো ধান কাটতে না পারার কারণে অনেক সময় মাঠেই নষ্ট হয়ে যায় ফল। তবে আধুনিক যন্ত্র ব্যবহার করলে কৃষকেরা এ বিড়ম্বনা থেকে রক্ষা পেতে পারেন। কিন্তু ধান কাটার এসব আধুনিক যন্ত্রের দামও কৃষকের সাধ্যের বাইরে। তবে কৃষকরা যাতে এসব যন্ত্র ব্যবহার করে সহজেই ধান ঘরে তুলতে পারে এজন্য ভর্তুকির মাধ্যমে এসব যন্ত্র দিচ্ছেন বর্তমান কৃষিবান্ধব সরকার।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষকের ধান ঘরে তুলতে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। তারই ধারাবাহিকতায় এ উপজেলায় এবছর সরকার ঘোষিত শতকরা ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন হারর্ভেস্টার, ৩ টি রিপার ও ১ টি রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র কৃষকদের মাঝে বিতরণ করেছে উপজেলার কৃষি সস্প্রসারণ অফিস। মঙ্গলবার দুপুরে এ সকল কম্বাইন হার্ভেস্টার, রিপার ও ট্রন্সপ্লান্টার যন্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, নির্বাহী অফিসার ঝোটন চন্দ, কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কৃষি সস্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর বোয়ালমারী উপজেলায় ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় বলেন, কৃষিতে যান্ত্রিকীকরণ এখন সময়ের দাবি মাত্র। সরকার কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করতে ভর্তূকি প্রদান করছে। কৃষকরা যাতে কম খরচে তাদের মাঠের ধান সঠিক সময়ে রোপন করতে এবং কাটতে পারে এজন্য আমরা যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপন ও কাটার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী ঘোষিত দিক নির্দেশনা পালন করতে বোরো মৌসুমে কৃষকের ধান কর্তনে শ্রমিক সংকট নিরসনে ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার ও রিপার যন্ত্র দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় বোরো মৌসুমে ধান কর্তনের সময় শ্রমিক সংকট এবং আবহাওয়াজনিত কারণে কৃষকের ধান নষ্ট হয়। তিনি আরও বলেন, প্রচলিত পদ্ধতিতে ৬-৭ জন শ্রমিকের এক বিঘা জমির ধান বা গম কাটতে ও মাড়াই করতে প্রায় ৮ ঘন্টা সময় লাগে এবং খরচ হয় ৪-৫ হাজার টাকা। আর কম্বাইন হার্ভেস্টার দিয়ে এক বিঘা জমির ধান কাটতে খরচ হবে কৃষকদের ১ থেকে দেড় হাজার টাকা এবং মাত্র ২০-২৫ মিনিটেই ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দী হয়ে যাবে। এতে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অন্যদিকে অত্যন্ত কম সময়ে কৃষক ফসল ঘরে তুলতে পারবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।