• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
দিনাজপুর সদরে জেলা প্রশাসকের নির্দেশনায়  কোভিড-১৯ আক্রান্তদের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির এসিল্যান্ড
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ   কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
দিনাজপুর সদর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন  দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনাজপুর শহরের নয়নপুরের করোনা আক্রান্তের বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান।
উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ৫ কেজি, ১টি মিষ্টি কুমড়া, লবন আধা কেজি, কলা ১ ডজন, ১টি সাবান, ডিম ১ ডজন, পেয়ারা ১ কেজি, লাউশাক ১ কেজি, করলা ১ কেজি, ঝিঙ্গা ১ কেজি, ঢেড়স ১ কেজি, পটল ১ কেজি, টমেটো ১ কেজি, বরবটি ১ কেটি, নুডলট ১ প্যাকেট, কায়তা ১ কেজি।
দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনাজপুর সদর উপজেলায় ৬ জন করোনা আক্রান্তের পরিবারকে এই খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম করোনা আক্রান্তের পরিবারের প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন। তাদের সকল ধরনের সমস্যা সমাধান আমরা করে দিব। দিনাজপুরের আক্রান্ত সকলেই সুস্থ্য রয়েছেন। তারা খুব শিঘ্রই সুস্থ্য হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।