ফরিদপুরের ভাঙ্গায় ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় ইউনুছ আলী (৫২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে বিশ্বরোডের পূর্বপাশে বগাইল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ভাঙ্গা হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা বিশ্বরোডের পূর্বপাশে বগাইল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ভোরে টহল পুলিশের সঙ্গে ডিউটিরত অবস্থায় ছিল ইউনুস আলী। এ সময় দ্রুতগামী একটি ট্রাক পুলিশ সদস্য ইউনুছ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ডিউটিরত অন্য পুলিশ সদস্যরা ট্রাকটিকে তাড়া করে হেলপারসহ আটক করতে সক্ষম হয়। নিহত পুলিশ সদস্য ইউনুছ আলীর গ্রামের বাড়ি বরিশালের বানিয়াপাড়া থানায়। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।