মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সিকে এস ক্লাবের জয়লাভ
প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লীগে জয় লাভ করেছে চরকমলাপুর ক্রিকেট ক্লাব সিকেএ স। শুক্রবার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা সবুজ সেনা ক্লাবকে ৫৭ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সিকে এস ক্লাব ৮/২২৩ রান ক রে।দলের পক্ষে আরাফাত ৮২ আবির ৪৭ আস লাম, ২৫ রান করে।
সবুজ সেনার পক্ষে নাহিদ,২ উইকেট নেন। জবাবে সবুজ সেনা ক্লাব ১৬৬ রানে অলআউট হয়। দলের পক্ষে নাহিদ ৩১,অভিষেক, ২৭ চাঁদ ২৬ রান করে।সি কে এস এর পক্ষে রবিন, সৈকত ও আবির ২ টা করে,উইকেট লাভ করেন। প্রতিযোগিতায় পরবর্তী ম্যাচে উদয়ন সংঘ খেলবে পূবালী সংস্থার বিপক্ষে। মেসে আম্পায়ারের দায়িত্ব পালন করেন জইরুল ইসলাম জিন্নাহ , সঞ্জয় পাল স্কোরার পারভেজ মোল্লা।