• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho

করোনা ভাইরাস মোকাবেলায়

বোয়ালমারীতে নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য শস্য বিতরণ

এম এম নুর ইসলাম প্রতিনিধি,বোয়ালমারী,ফরিদপুর              মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা জারি হওয়ার পর ভ্যান চালক, চায়ের দোকানদার, দিন মজুরসহ নিম্ন আয়ের মানুষের হয়ে পড়েছে কর্মহীন। ঘরে বসে দিন গুনতে হচ্ছে এসব নিম্ন আয়ের মানুষদের।

গতকাল শনিবার সকাল থেকে এ সকল মানুষদের মধ্যে খাদ্য শষ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও পরিষদ। ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের ব্যবস্হাপনায় শনিবার (২৮.০৩.২০) বোয়ালমারী পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০জন করে মোট ১৮০ জন নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য শষ্য বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, প্রথম কিস্তিতে পৌরসভার ১৮০ জন নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা দেয়া হলো। পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নের ১ হাজার ৮শ জন কর্মহীন দিনমজুরদের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ সময় উপস্হিত ছিলেন পৌর মেয়র মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মোসা. রেখা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে প্রমুখ।

স্বল্প সংখ্যক নিম্নআয়ের মানুষকে খাদ্য শষ্য বিতরণ করা হলেও এ উপজেলায় প্রচুর সংখ্যক নিম্নআয়ের কর্মহীন মানুষ রয়েছে। তাদেরও এই খাদ্য শষ্য বিতরণ কার্যক্রমের আওতায় না আনা হলে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হবে বেশির ভাগ পরিবারের।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।