• ঢাকা
  • শনিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং
সাভারে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের যৌথ সহায়তা প্রদান কার্যক্রম

সুমন ভূইয়া সাভারঃ

রাজধানীর অদূরে আশুলিয়া শিল্পাঞ্চল ও সাভারে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগ যৌথভাবে অসহায়, দুঃস্থ ও করোনা প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শাকসবজি বিতরণ করেছে।

গতকাল মঙ্গলবার (২৮শে এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম সাভার-আশুলিয়ার বিভিন্ন জায়গায় অসহায়, গরীব, দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শাকসবজি বিতরণ করেন। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও ঢাকা জেলা উত্তর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিল।

এ ব্যাপারে গণমাধ্যমকে আল নাহিয়ান খান জয় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের অসহায় ও করোনা প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। চলমান সংকট এবং এই মহামারী কাটিয়ে উঠতে তারা সরকারের সাথে শুরু থেকেই একযোগে কাজ করছে। ইতোপূর্বেও সকল প্রকার সংকট মোকাবেলায় যাবতীয় মানবিক কর্মকান্ডের সাথে ছাত্রলীগ ছিল উল্লেখ করে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলা উত্তরের আওতায় একটি সুবিশাল এলাকা রয়েছে। শিল্পাঞ্চল হওয়াতে এখানে লোকজনের বসবাস অনেক বেশি। তাই এখানে খাদ্য সরবরাহ করতে সকলেই হিমশিম খাচ্ছে। কিন্তু এরপরও মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশ অনুযায়ী আমাদের সব ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে। এই অঞ্চলের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে তা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত আমাদের সহযোগিতা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছি।

উল্লেখ্য ইতোমধ্যেই সাভার ও আশুলিয়া অঞ্চলের জন্য সরকারিভাবে ৮০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু এ পরিমাণ এ অঞ্চলের মানুষের তুলনায় খুবই অপ্রতুল৷ তাই এ অঞ্চলের অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে এবং কোনো কোনো ক্ষেত্রে সাংগঠনিকভাবে সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।