বাগমারায় করোনা প্রতিরোধে গ্রামপুলিশের ব্যাপক তৎপরতা
বাগমারাপ্রতিনিধি:
বর্তমান বিশ্বের এক আতংকের নাম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস থেকে রক্ষা জন্য রাজশাহী বাগমারা উপজেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে উপজেলা প্রশাসনের নির্দেশে স্হানীয় গ্রাম পুলিশ বিশেষ ভুমিকা পালন করেছে। তারা প্রতি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষ কে ঘরে রাখার জন্য প্রতিনিয়ত অনুরোধ করছেন। ২ টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজশাহীর বাগমারা উপজেলা।প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়েরদের নির্দেশে প্রতিটি হাট বাজার ও গ্রাম গঙ্জের মোড়ে মোড়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্হানীয় গ্রাম পুলিশেরা। কিন্তু তাদের মুল্যায়ন গ্রামের অন্য চাকরি জীবির চেয়ে অনেক কম। তাই সরকার গ্রাম পুলিশের বেতন জাতীয় স্কেলের করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অতিশীর্ঘির বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন বলে তারা সরকারের কাছে দাবি করছেন।