আলফাডাঙ্গা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়ক
কবির হোসেনআলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:
২৯ এপ্রিল বুধবার সকালে ফরিদপুরের আলফাডাংগা প্রেসক্লাবে সাংবাদিক সাথে পৌর মেয়র সাইফুর রহমান সাইফার মহামারি করোনা ভাইরাসের বিষয় নিয়ে সতর্কতামূলক প্রচার প্রচারণা উদ্দেশ্যে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বিদেশ ফেরত প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকা, জন সমাগম এড়ানো ,পরস্পর কোলাকুলি থেকে বিরত থাকা, কমপক্ষে ৩ ফুট দুরত্ব .প্রচুর ফলের রস ও পর্যাপ্ত পানি পান করা ,হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার,সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, জনবহুল স্থান ত্যাগ ,.জ্বর, কাশি ও শাসকষ্ট আছে এমন লোকগুলোকে সুস্থ্য মানুষের কাছ থেকে দুরে থাকাসহ মুক্তি পেতে আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে এ ম্যাসেস গুলি আপনাদের মাধ্যমে জনগণকে উদ্ভুদ্ব হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।