পটুয়াখালী সদর হতে ০৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৯/০৪/২০২০ইং তারিখ দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় পটুয়াখালী সদর থানাধীন বল্লভপুর (বসাক বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে অর্ধ ডজন ওয়ারেন্ট ভুক্ত এবং ০৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী নাসির মীর (৫৫), পিতা- আঃ কাদের মীর, সাং-বল্লভপুর, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী নাসির মিরা একজন কুখ্যাত চোর এবং ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় চুরি ডাকাতিসহ অর্ধ ডজন মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।