ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগ বৃক্ষরোপন কর্মসূচি পালন
২৯ জুন ২০২০, সোমবার, ফরিদপুর।।
মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ২৯ জুন সোমবার সকালে শহরের গোয়ালচামটের আঙ্গিনা এলাকায় ও সড়কের পাশে বৃক্ষরোপনের উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. প্রদিপ কুমার লক্ষণ, সিনিয়র সহ সভাপতি প্রফেসর আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হুসাইন প্রমূখ। জেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ফরিদপুর জেলা কৃষকলীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
তারই অংশ হিসাবে জেলার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ শুরু করেছি।
পর্যায়ক্রমে থানা ও ইউনিয়নগুলোতেও এ অভিযান চলবে। আমাদের এই কর্মসূচি তিন মাস অব্যহত থাকবে।