• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
মানিকগঞ্জে আরো ২ জন করোনা রোগী সনাক্ত, সাত বাড়ী লকডাউন

সুমন ভূইয়া সাভারঃ 

মানিকগঞ্জের শহরের পৌর এলাকায় টিন পট্রি ও ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান সহ ২ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ জনে।

ইপিআই টেকনিশিয়ান রফিকুল ইসলামের বাড়ির আশপাশের সাতটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে ঘিওর উপজেলা প্রশাসন।

ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমেন চৌধুরী জানান, সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। মঙ্গলবার  (২৮ এপ্রিল) রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশনে রাখা হয়েছে।

বুধবার পরিবারের অপর ৬ জন সদস্যসহ হাসপাতালে কর্মরত তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এ বিষয়ে নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশনে রাখা হয়েছে।

অপরদিকে, মানিকগঞ্জ পৌর এলাকা টিন পট্রিতে পূর্ব থেকে আক্রান্তের পরিবারের অপর একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। মানিকগঞ্জ সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।