• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর পৌরসভার ৫৭টি সুইপার পরিবারকে মানবিক খাদ্য সহয়তা দিল এসডিসি

এস এম মনিরুজ্জামান,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর পৌরসভার দুটি সুইপার কলোনীর ৫৭টি পরিবারকে মানবিক খাদ্য সহয়তা প্রদান করেছে স্থানী বে-সরকারী সংস্থা সোস্যাইটি ভেভেলপমেন্ট কমিটি ( এসডিসি)। ফরিদপুর পৌরসভার তত্বাবধায়নে  ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সমন্বয়ে বুধবার দুপুরে শহরতলীর আদমপুরে সিআরটিসি সেন্টারে সুইপার সদস্যাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুর পৌরসভার কাউন্সিলর চৌধুরী আনিসুর রহমান সাবুল। এসময় উপস্থিত ছিলেন এসডিসির নিবার্হী পরিচালক কাজী আশরাফুল হাসান,প্রাকটিক্যাল এ্যাকশন ফরিদপুরের জেলা সমন্বয়কারী খন্দকার আহসান রকীব,এসডিসির সমৃদ্দি প্রকল্পের সমন্বয়কারী মোঃ দিদারুর আলম,এসইউপির সোসাল মোবিলাইজার জিয়াউর রহমান সেন্টু প্রমুখ। খাদ্য সমাগ্রী হিসেবে ৫কেজি চাল,২কেজি আলু,১কেজি ডাল,১কেজি লবন,৫০০গ্রাম তৈল প্রদান করা হয়। এসডিসির নিবার্হী পরিচালক কাজী আশরাফুল হাসান জানান,করোনা ভাইরাসের কারনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কর্মহীন হয়ে অমানবিক জীবন যাপন করছে। ঐসকল মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাড়িয়েছে এসডিসি । আজ আমরা ফরিদপুর পৌরসভার দুটি সুইপার কলোনীর ৫৭টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হলো । তিনি জানান,আমাদের এই কার্যক্রম আগামীতে ও চলমান থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।