• ঢাকা
  • শনিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং
সালথায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আইন শৃংখলা মিটিং শেষে মহান বিজয় দিবস যথাযথ ভাবে পলনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিভাগদী শহিদ-স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক হোসেন, ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, খন্দকার শাহিন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, হালিম মিয়া, আলীমুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুল-কলেজের প্রধান উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বর্তমানে সালথা উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি ভালো প্রতিটি ইউনিয়নে আইন শৃঙ্খলা কমিটি রয়েছে সেই কমিটির সকল সদস্যকে প্রতি মাসে একবার সভা করতে হবে। আর কয়েকদিন পরে জাতীয় সংসদ নির্বাচন। কেও যাতে নির্বাচন সামনে রেখে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।

২৯ নভেম্বর ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।