সাপাহারে সাবমারসিবল পাম্পে সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে নির্মাণ শ্রমিক নিহত
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে সাবমারসিবল পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম(৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানাগেছে, বুধবার সকাল ৯টার সময় উপজেলার পশু হাসপাতালের সন্নিকটে একটি নির্মানাধীন বিল্ডিংএ পানি দেয়ার জন্য একাকি সাবমারসিবল পাম্পে সংযোগ দিতে গেলে অসাবধানতা বশত: সে বৈদ্যুতিক শক্ খায় এবং বৈদ্যুতিক তারে জাড়িয়ে পড়লে স্হানীয় জনগণ তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সাপাহার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর আলম উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমূলডাঙ্গা (রামাশ্রম) গ্রামের রমজান আলীর ছেলে।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং সেখানে সাপাহার থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।