এম এ আহমেদ আরমান, ব্যুরো চীফ, চট্টগ্রাম বিভাগঃ
হাটহাজারীতে অভিযান পরিচালনা করে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। টিসিবির পণ্য অবৈধ ভাবে বাজারজাত করার অভিযোগে এক মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর মনিয়াপুকুর বাজারে অভিযান পরিচালনা করে আবুল কালাম স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২২৭ লিটার টিসিবির পণ্য জব্দ করে উপজেলা প্রশাসন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রুহুল আমিন জানান,আমরা উক্ত প্রতিষ্টানে অভিযান চালিয়ে ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করি। টিসিবির পণ্য এভাবে বিক্রয় দন্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি এ ধরনের দুষ্কৃতিকারীদের সর্তক করে বলেন, যারা মনে করছেন প্রশাসন করোনা নিয়ে ব্যস্ত আর এ সুযোগে আপনারা অপকর্ম চালিয়ে যাবেন তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। প্রত্যন্ত অঞ্চলে উপজেলা প্রশাসনের বিচরণ রয়েছে। জব্দ করা সয়াবিন তেল করোনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের ত্রাণ হিসেবে দেওয়া হবে বলে জানান ইউএনও মো. রুহুল আমিন।