• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগ

জাহাঙ্গীর তালুকদার(তারাকান্দা-ময়মনসিংহ) প্রতিনিধিঃ

আজ বুধবার (২৯ এপ্রিল) ময়মনসিংহের তারাকান্দায় কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগ।

মহামারী করোনায় লকডাউন চলার কারণে একদিকে যেমন শ্রমিক সংকট অপরদিকে কৃষকের অর্থ সংকটও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সারা দেশের আবাদি জমিতে বোরো মৌসুমে কৃষকদের ধান কাটতে সব ধরণের সহায়তা করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র নির্দেশনায় কৃষকদের জমিতে থাকা পাকা ধান কেটে দিচ্ছেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সুখি কৃষক,সুখি দেশ,শেখ হাসিনার বাংলাদেশ। এ স্লোগানে নেতৃত্বে অর্ধশতাধিক তারাকান্দা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে।

এ সময় তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল,সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাসসহ অর্ধশতাধি নেতাকর্মীরা।

কৃষক আবুল কালাম বলেন, করোনার কারণে লকডাউন থাকায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরিও বেড়ে গেছে অনেক এবং আর্থিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারতেছিলাম না। এমন সময় সহায়তার হাত বাড়িয়ে দিলেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আমার ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে আমার বাড়ি পৌছে দেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন সময় পাকা ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে।

তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল বলেন, সারাদেশে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। শ্রমিক সংকটের কারণে কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছেন না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশে আমরা ধান কাটা কর্মসূচি গ্রহণ করেছি।

তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস করেন, কৃষকদের সুবিধার্থে জমির ধান কাটার এই কার্যক্রম তারাকান্দা উপজেলা সহ ইউনিয়নে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক যাদের ধান কাটার সামর্থ নেই তাদের জমির পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করব।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।