চৌধুরী বাড়ি জাগো বয়েজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চৌধুরী বাড়ি জাগো বয়েজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
ফরিদপুর শহরের চৌধুরী বাড়ি মাঠে জাগো বয়েজ ফুটবল টুর্নামেন্ট আজ শনিবার থেকে আরম্ভ হয়েছে। এতে উদ্বোধনী খেলায় ট্রাইবেকার জয়লাভ করেছে জুনিয়র সিটি ক্লাব। তারা টাইব্রেকারে ২/০ গোলে ইডেন ক্লাবকে পরাজিত করে।
খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। স্থানীয় আটটি দলকে দুই গ্রুপে বিভক্ত করে এ টুনামেন্ট শুরু হয়েছে। এর আয়োজন করেন স্থানীয় বাসিন্দা সবুজ, প্রতিম, ও প্রদীপ। উদ্বোধনী ম্যাচে রেফারি দায়িত্ব পালন করেন মৃদুল, শাওন, পূর্ন। রবিবার একই মাঠে একটা খেলা অনুষ্ঠিত হবে।