• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
সুনামগঞ্জে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর বাজারে প্রকৃত কৃষকদের নিকট হতে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
বুধবার দুপুরে উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বাজারে তিনজন কৃষকের নিকট হতে সরকারীভাবে এই ধান সংগ্রহ করেন মন্ত্রীদ্বয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার,জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমাসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দরা।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এড পীর ফজলুর রহমান মিসবাহ কৃষিমন্ত্রীর নিকট আবেদন জানান চলতি বোরো মৌসুমে এই হাওরের জেলা সুনামগঞ্জে বিপুল পরিমাণ বোরো ধান উৎপন্ন হয়েছে। তাই সরকার যেন এবার সরাসরি কৃষকদের নিকট হতে ন্যায মূল্যে ধান ক্রয় করেন। ফলে কৃষকরা তাদের কষ্টার্জিত সোনালী ফসল সরকারের নিকট বিক্রি করে তাদের ন্যায মূল্যে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জবাবে কৃষিমন্ত্রী বলেন দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলেন আমাদের কৃষকরা। নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব বলেই কৃষকদের ধানের ন্যায মূল্যে দিতে বদ্ধ পরিকর। তবে ধান ক্রয়ে কোন ধরনের অনিয়ম আর র্দূনীতি সহ্য করা হবে না বলেও হুশিয়ারী দেন মন্ত্রী। কাজেই এবার সরকার সরাসরি কৃষকদের নিকট হতে প্রায় ৮লাখ মেট্রিন টন ধান ক্রয় করবে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও মন্ত্রী আশ্বস্থ করেন। #

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।