দিনাজপুর বোচাগঞ্জে বিষ্ণু ঠাকুরের মূর্তি উদ্ধার
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রাম থেকে একটি বিষ্ণু ঠাকুরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার সময় বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রাম থেকে বিষ্ণু ঠাকুরের মূর্তিটি উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার মো: ফকরুল হাসান।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বুধবার সকালে জিনোর গ্রামের দুলাপুকুরের পার সংস্কারের জন্য শ্রমিকরা পুকুর থেকে মাটিখনন করার সময় এই বিষ্ণু ঠাকুরের মূতিটি দেখতে পেয়ে গ্রাম পুলিশের মাধ্যমে আমাদের জানান। মূর্তির সংবাদ পাওয়ার পর আমরা ঘটনা স্থলে গিয়ে ইউপি সদস্য জাহিদুল ইসলামের উপস্থিতিতে মূর্তিটি উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফকরুল হাসান এর কাছে হস্থান্তর করি। উপস্থিত গ্রামবাসী উদ্ধারকৃত মূর্তিটি বিষ্ণু ঠাকুরের বলে জানিয়েছে।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফকরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বোচাগঞ্জ উপজেলা প্রশাসন উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর জেলা ট্রেজারীতে পাঠিয়ে দেয়া হবে। সেখানে পরীক্ষার পর জানা যাবে মূর্তিটি আসল না নকল।