ভাঙ্গা প্রতিনিধি :২৮ মার্চ শনিবার দিবাগত গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মিঠুন মুন্সীর বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় কথিত এক দম্পতি মাদক ব্যবসায়ীর পেট থেকে ১০৫০ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।আটককৃতরা হলো-মোঃ মিরাজ শেখ(৩০)পিতা-আবু আল শেখ সাং-পশ্চিম ডুমুরিতলা,থানা জেলা-পিরোজপুর, জাকিয়া সুলতানা(৩০) পিতা-দেলোয়ার,ধামরাই। আশ্রয়দাতা মোঃ মিঠুন মুন্সি, উপজেলার ব্রাহ্মনপাড়া গ্রামের নুরুল হক মুন্সীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায় আন্তঃজেলার পেশাদার মাদক ব্যবসায়ী কথিত দম্পতি এরা টেকনাফ থেকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে মাওয়াঘাটে পৌছাতে শনিবার রাত হয়ে যায়। এসময় কোন গাড়ী না পেয়ে এদের পূর্ব পরিচিত মিঠুন মুন্সীর সহায়তায় তার বাড়ীতে এরা রাতে অবস্থান নেয়। পুলিশ গোপন সংবাদ পেয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমানের নেতৃত্বে এসআই শফিক সহ একদল পুলিশ মিঠুন মুন্সির বাড়ীতে অভিযান চালায়। তখন ঐ দম্পতিকে মিঠুর ঘর থেকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ধৃত দম্পতিকে এক্সরে ও আল্ট্রাসোনোগ্রাম করে পেটের ভিতর মাদক রয়েছে বলে নিশ্চিত হন। তখন তাদের টয়লেট করিয়ে মিরাজের পেট থেকে পঞ্চাশটি করে সতেরটি পুটলা ও তার কথিত স্ত্রী জাকিয়ার পেট থেকে পঞ্চাশটি করে চারটি পুটলা (মোট এক হাজার পঞ্চাশ পিছ ইয়াবা)বের করা হয়। এই দম্পতির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
এ ঘটনা অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী রবিউল ইসলাম জানান, মিরাজ ও জাকিয়া এরা পেশাদার মাদক ব্যবসায়ী, এরা চট্টগ্রাম টেকনাফ থেকে এক হাজার পঞ্চাশ পিছ ইয়াবার ২১টি প্যাকেট বানিয়ে দুইজনের পেটের ভিতর করে বহন করছিল। আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মিঠুর বাড়ী থেকে আসামী সহ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।