ফরিদপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা পরিবারের সহযোগীতায় এনার্জিপ্যাক অথোরাইজড ডিলার এর সৌজন্যে ও গোয়ালচামট খোদাবক্স রোডের “মেসার্স সাপ্লাই হাউস”এর আয়োজনে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিরচর এলাকায় আজ দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত বানভাসি ৩৫০ টি পরিবারের দোর গোড়ায় গিয়ে এই খাদ্য বিতরণ করা হয়।
এনার্জি প্যাক এর ডিলার কে এম জাহিদ হোসেন মিলন এ সময় সাথে থেকে বিতরণ কাজ পরিচালনা করেন।
এছাড়া প্রয়াত শ্রমিক নেতা সাবেক পৌর মেয়র হাসিবুল হাসান লাভলু ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসানের কনিষ্ঠ পুত্র আশরাফুল হাসান প্রলয় সংগঠনের সভাপতি সৌরভ সাহা, সহ সভাপতি সোহাগ রহমানসহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগঠনটি গত দুদিন আগেও ইউসুফের চর , টিবি হাসপাতালের মোড় গুচ্ছগ্রামের এক হাজার বন্যার্ত মানুষকে খাদ্য সহায়তা দিয়েছ। সংগঠনের কর্মীরা বলেন, আমাদের এ কার্যক্রম চলতে থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।