পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।
গতকাল ২৯জুলাই ২০২০ইং বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার স্ত্রী রোকাইয়া ইভা লায়লা পুত্র সন্তানের জন্ম দেন। ফরিদপুর শহরতলী আলীপুর প্রাইভেট এ্যাপোলো হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে এ পুত্র সন্তানের জন্ম দেন রোকাইয়া। নতুন অতিথির নাম এখন ঠিক করা হয়নি।
মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। মাহফুজুর রহমান বিপ্লব পুত্র সন্তানের বাবা হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুগ্নসচিব স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়,বেগম উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক মেহেদী হাসান বাবু, মফস্বল ইনচার্জ ইমরান মাসুদ, ফরিদপুরে সাংবাদিক বৃন্দসহ শুভাকাঙ্ক্ষীগন ।
মা ও সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।