টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকার বন্যাদুর্গতদের মাঝে ত্রান ও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন টাঙ্গাইল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, ছোট মনির।
বুধবার (২৯ জুলাই ) ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন টাঙ্গাইল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, ছোট মনির এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ আমান উল্লাহ, গাবসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, ভূঞাপুর উপজেলা অনলাইন বঙ্গবন্ধু পরিষদ লীগ সভাপতি, মো.পলাশ সরকার প্রমূখ।
বর্ষা মৌসুমের শুরু থেকেই ভূঞাপুরের যে সমস্ত এলাকায় বন্যা দুর্গত মানুষ রয়েছে, প্রতিনিয়ত খোঁজখবর এবং সহযোগিতা করে যাচ্ছেন এমপি ছোট মনির।