পটুয়াখালী ০১ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি পটুয়াখালীর জেলার রত্ন জননেতা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া পৌরসভার অহংকার, গরীব দু:খি মেহনতি মানুষের বন্ধু।
পটুয়াখালী জেলার আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ভিপি আব্দুল মান্নান মিয়ার এর পক্ষ থেকে পটুয়াখালীর পৌর বাসিকে পবিত্র ঈদু-উল-আযহার শুভেচ্ছা ও ঈদঁ মোবারক।
এসময় পটুয়াখালী জেলার সংসদ সদস্য এমপি বলেন, মানুষের জীবনের চেয়ে বড় কিছু নয়। নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন সরকারি নিষেধাজ্ঞা ও সতর্কতা অবলম্বন করুন। সকলের জন্য দোয়া করি পরিবার পরিজন আত্মীয়-স্বজন যে যেখানে পবিত্র ঈদ উদযাপন করবেন। আল্লাহ সকলকে হেফাজত করুন সুস্থ রাখুন সুন্দর রাখুন। পৌরবাসীকে শুভেচ্ছা জানাতে জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন,সারাবিশ্বে মরনঘাতী মহামারী নোভেল করোনা ভাইরাস এর প্রাদুভার্বে কার জীবনে কখন মৃত্যু চলে আসে আমরা তা কেউই জানিনা। ঈদঁ উল আযহা বছরে একবারই আসে । তারপরেও আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে চলব, একে অপরের জীবন বাচাতে সহযোগীতা করব মানুষকে ভালবাসুন মানুষের দোয়া নিন। আল্লাহ যেন বিশ্বের সকল মুসলিমকে হেফাজত করে সুস্থ রাখেন।
জেলার সেক্রেটারি পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য,আমার জীবনে এমন মহামারী কখনো দেখেনি,তাই প্রতিটি মানুষকেই সচেতন হতে হবে সামাজিক দ্বায়বদ্ধতা মেনে চলতে হবে পবিএ ঈদঁ উল আযহায় মনে রাখবেন ঈদে পরিবার-পরিজনের নিকটে যেয়ে করোণা নিয়ে ফেরার চেয়ে একটা ঈদ স্বজন ছাড়া করা ভালো বলে মনে করি। ঈদঁ জীবনে বহুবার ফিরে পাবেন, পাবেননা ফিরে স্বজন। তাই আসুন সচেতনতা অবলম্বন করি সামাজিক দুরত্ব বজায় রাখি। সুখি সুন্দর জীবন গড়ি। এমনটাই আশা ব্যক্ত করলেন জেলার তিন রত্ন।