মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত। করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে আজ অজস্র মানুষের জীবন।দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়ানের চকদলু গ্রামে মাহালী সম্প্রদায়ের বসবাস করেন। তারা বাঁশের বিভিন্ন জিনিস তৈরি করে জিবিকা নির্বাহ করেন। করোনা ভাইরাসের কারনে বর্তমানে তাদের কাজ বন্দ রয়েছে ফলে তারা অসহায় হয়ে পরেছে। এমন অসহায় মাহালী সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
বুধবার (২৯ এপ্রিল) দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি নির্দেশে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়ানের চকদলু গ্রামে মাহালী সম্প্রদায়ের মানুষদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য উপহার সামগ্রী পৌঁছে দেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।