অসহায়দের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিট
সুমন ভূইয়া সাভারঃ
করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এসব অসহায় পরিবারের পাশে দাঁড়াল রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিট।
বুধবার (২৯ এপ্রিল) সাভার উপজেলার ভাকুর্ত ইউনিয়নের নলাগরিয়া গ্ৰামে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিটের পক্ষ থেকে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
বিতরণকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় এবং করোনাভাইরাস (কেভিড -১৯) থেকে রক্ষায় সামাজিক দূরত্ব মেনে চলার জন্য ক্ষতিগ্ৰস্ত পরিবারের সদস্যদের আহবান জানানো হয়।
ফুড প্যাকেজ বিতরণে নেতৃত্ব দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও ডেলিগেট আতিকুল হক শামীম।