এআর আহমেদ হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধি:
করোনার প্রকোপে অনাহারে মানবেতর জীবনযাপন করছে নিঃস্ব, অসহায়-সম্বলহীন খেটে খাওয়া মানুষ। তাদের সহায়তায় এগিয়ে এসেছে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (এসএসসি)২০০০ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। কমতি নেই সুশীল সমাজে দেশ ও জাতীর উন্নয়নে নানান পেশায় ওই ব্যাচ’র শিক্ষার্থীরা।
বিভিন্ন পেশায় দেশ ও দেশের বাহিরে ওই সালের শিক্ষার্থী বন্ধুরা অবস্থান করলেও (এএসসি ২০০০) ব্যাচ আর পি হাইস্কুল নামে মেসেন্জার গ্রুপ তৈয়ার করে ভালোবাসর টানে একে অপরের পরিপূরক হয়ে সুখ ও দুঃখের কথা শেয়ার করে যাচ্ছেন সকল বন্ধুরা ওই গ্রুপে।
গতকাল সকালে দেবীদ্বার পৌরসভার ৮নং ওয়ার্ড’র আলোড়ন বহুমুখী সমবায় সমিতি অফিসে ১৬১জন অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবী মানুষের মাঝে চাল, ডাল, তৈল,পেয়াজ,চণা,আলু, সাবানসহ রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
২০০০ ব্যাচের শিক্ষার্থী বাস্তবায়ন কমিটির কনভেনার ইন্জিনিয়ার কবীর আহমেদ বলেন, আপনারা সবাই জানেন, সারা বিশ্বে এখন ক্রান্তিকাল চলছে। করোনা মহামারি আকার ধারণ করেছে। একটি অনুরোধ দয়া করে কেউ গরিব-দুঃখী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে যার যেমন সুযোগ ও সামর্থ্য আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতাই পারে ওদের মধ্যে একটু হলেও হাসি ফুটাতে।
দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের এই সীমিত প্রচেষ্টা পরিস্থিতির আমূল পরিবর্তন করবে না জানি তারপরও গরিব-দুঃখী মানুষ যাতে না খেয়ে আতঙ্কে মারা না যায়, তাই আমাদের সকল বন্ধুদের সার্বিক সহযোগীতায় ও সীমিত প্রচেষ্টায় মানবতার পাশে হাত বাড়িয়েছি এবং এই সেবা চলমান থাকবে।