• ঢাকা
  • বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
মোটরযান এবং বিএফএফই’র বিভিন্ন সদস্য ও প্রতিষ্ঠানের কর্মহীন শ্রমিকের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

খুলনা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল):

করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা নিউমার্কেট বাইতুন নূর মসজিদের পিছনের সড়ক চত্বরে খুলনা জেলা মোটরযান মেকানিক ইউনিয়নের দুইশত ৪১ কর্মহীন শ্রমিকের মাঝে সাত কেজি করে চালসহ, শাক, লাউ, করলা ও ঢেঁড়শসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২১ এপ্রিল থেকে আজ ৩০ এপ্রিল পর্যন্ত খুলনা মহানগীরর বিভিন্ন এলাকা, যোগীপোল ইউনিয়ন এবং আড়ংঘাটা ইউনিয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ, পাটকল শ্রমিক, লেদার শ্রমিক, হর্কাস, মোটর শ্রমিক, মোটরযান শ্রমিক, ট্রাক চালক, বেবিট্রেক্সি চালক, ইটভাটা, স’মিলস শ্রমিক, হোটেল, দর্জি শ্রমিক, স্বর্ণশিল্পী শ্রমিক, দোকান কর্মচারীসহ নিম্নআয়ের প্রায় ১৫ হাজার কর্মহীনদের মাঝে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
পরে খুলনা সিটি মেয়র বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সর্পোর্টাস এ্যাসোসিয়েশন খুলনার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে বিএফএফই’র বিভিন্ন সদস্য ও প্রতিষ্ঠানের এক হাজার একশ ৫০কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিএফএফই’র প্রেসিডেন্ট কাজী বেলায়েত হোসেন, ভাইস প্রেসিডেন্ট সেখ আব্দুল বাকী, পরিচালক মোঃ আব্দুল জব্বার মোল্যা, ডাঃ সৈয়দ আব্দুল আসফাক, সদস্য মোঃ জালাল উদ্দিন, মোঃ কামরুল হাসান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।