ফরিদপুরের গেরদায় ২ শতাধীক মানুষের মাঝে চাউল বিতরন করেছে মিয়া বাড়ি পরিবার
মাহবুব হোসেন পিয়াল, ৩০এপ্রিল,ফরিদপুর।।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া ফরিদপুর সদর উপজেলার গেরদা উইনিয়নের হতদরিদ্র ২ শতাধীক মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাউল বিতরন করা হয়েছে। গেরদার ঐতিহ্যবাহী মিয়া বাড়ীর নিজস্ব উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ইউনিয়নের গেরদা,কাফুরা ও বিলমামুদপুর গ্রামের হত দরিদ্র দুই শতাধীক মানুষের মাঝে পরিবার ভেদে ৫ কেজি , ১০ কেজি, ১৫ কেজি ও ২০ কেজি করে চাউল বিতরন করা হয়। এসময় দুঃস্থ্যদের হাতে চাউল তুলে দেন প্রফেসর আ,স,ম আলম,সৈয়দ আশরাফ বড় মিয়া সহ মিয়া বাড়ির অন্যান্য সদস্যগন। উল্লেখ্য,যে কোন দুর্যোগে গেরদা মিয়া বাড়ী সব সময়ই গেরদা উইনিয়নের দুঃস্থ্যদের পাশে দাড়ায় এবারও তার ব্যতিক্রম ঘটেনি।