গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে খাদ্য সহায়তার পাশাপাশি নওগাঁর সাপাহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ আসনে সাপাহার উপজেলার মানুষের কথা চিন্তা করে আবারো ৮ হাজার মাস্ক দিয়েছে যা খাদ্য মন্ত্রী মহোদয়ের পক্ষে এলাকার মানুষের দ্বারে দ্বারে পৌছে দিচ্ছে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
জানা গেছে, ভয়াবহ অদৃশ্য শক্তি করোনা ভাইরাসে আক্রান্তের হার দিন দিন বেড়ে চলেছে তাই করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদারের ব্যক্তিগত তহবিল হতে খাদ্য সামগ্রী, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানার, পিপির পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারই পেক্ষিতে আবারো ৮ হাজার মাস্ক সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নের ভ্যান, রিক্সা, অটো চার্জার, সিএনজি চালক এবং সাধারন মানুষদের মাঝে বিতরন করা হয়েছে।
এসময় মাস্ক গুলো নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ও ৬টি ইউনিয়নে ছুটে চলেছে সাপাহার উপজেলা আওয়ামীযুবলীগ এর সভাপতি নইমুদ্দীন, সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন, ছাত্রলীগের আহব্বায়ক রাসেল রানা এবং ৬ ইউনিয়নের যুবলীগের সভাপতি/সম্পাদক প্রমুখ।
যুবলীগের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার আমাদের সাপাহার উপজেলার কথা চিন্তা করে পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে চলেছে খাদ্য সামগ্রী বিতরনের পাশাপাশি মানুষকে সুস্হ্য রাখতে মানুষের প্রয়োজনীয় জিনিস পত্রগুলো দিচ্ছেন।