মোঃ নুর ইসলাম বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি ঃ ঘাতকব্যধি করোনাভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা জারি হওয়ার পর সমাজের খেটে খাওয়া দিনমজুর সহ বেকার হয়ে পড়েছে সাধারণ মানুষ। এদের মধ্যে রয়েছে ভ্যানচালক, অটোরিক্সা চালক, দিনমজুর, চা বিক্রেতাসহ অসহায় মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘোষিত খাদ্য শস্য গত শনিবার থেকে পৌরসভাসহ ১০টি ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু করেছে বোয়ালমরাী উপজেলা প্রশাসন।
ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের ব্যবস্হাপনায় সোমবার (৩০.০৩.২০) সকালে চতুল ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মহীন অসহায় দুস্হদের মধ্যে চাল, ডাল, ও আলু বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু।
করোনা মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাজ্যর সাথে কাজ করবে ৷ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, অধ্যক্ষ লিয়াকত হোসেন, বাবলু শরীফ প্রমুখ উপস্হিত ছিলেন। এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল বিতরণ করা হয়। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা আকারে খাদ্য শস্য বিতরণ করলেও বাদ পড়েছে অনেক কর্মহীন মানুষ।
গ্রামের সকল কর্মহীন মানুষদের মাঝে এসব খাদ্য শস্য বিতরণসহ সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জোর দাবী জানিয়েছেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী উপজেলা শাখা।