• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান  

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে আত্মসমর্পণকারী ২৩ জন চরমপন্থিদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ২৫ জনের মাঝে এ অনুদান প্রদানের কথা থাকলেও উপস্থিত ছিলেন ২৩ জন। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে এই অনুদান বিতরণ করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ সংসদীয় আসনের এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, এলজিআরডি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, এনএসআই এর যুগ্ন পরিচালক মোঃ শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লাসহ আত্মসমর্পণকারী চরমপন্থী দুইজন সদস্য আনোয়ার হোসেন ও ইমন ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফুয়াদ, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, শ্রমিকলীগ সভাপতি আক্কাস হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। কারো খাদ্যের অভাব থাকলে আমাদেরকে জানান, প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেবো। আমরা এই সময়ে আওয়ামীলীগের পক্ষ থেকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোর কাজ করে চলছি সামনের দিনেও করা হবে।

সভ্য সমাজে ফিরে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আত্মসমর্পণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের স্বীকৃতি দিয়েছেন। আপনারা যাতে সুপথে থাকেন এ জন্য প্রধানমন্ত্রীর পক্ষ হতে পুনরায় আপনাদের সহযোগিতা করা হচ্ছে। তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের আত্মকর্মসংস্থানে এলজিআরডি ও সমাজসেবা সহ বিভিন্ন মন্ত্রণালয় হতে সহায়তা করা হবে। বিনা জামানতে ব্যাংক হতে দুই লাখ টাকা ঋণ পাবেন। এই সুযোগ কাজে লাগিয়ে আপনারাই পারেন সরকারের উন্নয়ন কর্মকান্ডের অন্যতম যোদ্ধা হয়ে উঠতে।
সভাপতির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, গত বছর পাবনায় ফরিদপুরের আত্মসমর্পণকারী সকলেই যে আলোর পথে ফিরেছেন বিষয়টি তেমন না। ফরিদপুরের একজন বর্তমানে কারাগারে এবং আরেকজন একটি নিয়মিত মামলায় পলাতক রয়েছেন। যারা আবার অন্ধকার জগতে ফিরে যাবেন তাদের পথচলা কঠিন হয়ে যাবে। পরে ফরিদপুর জেলার চরমপন্থি দলের ২৫জন আত্মসর্মপনকারী সদস্যদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে নগদ ১২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য, পাবনা জেলার শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২০১৯ সালের ৯ এপ্রিল আত্মসমর্পণকারী ৪শ ৬৩ জন চরমপন্থিদের মধ্যে ফরিদপুর জেলার ২৫জন সদস্য আত্মসমর্পণ করেন। তাদেরকে সেই সময়ে এক লক্ষ টাকা করে প্রধান করা হয়েছিলো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।