• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
কুষ্টিয়ার কুমারখালীতে ইউপি সদস্য শরিফুল বরখাস্ত

এপ্রিল ৩০-২০২০                                         কুষ্টিয়া প্রতিনিধি ॥

সরকারি ত্রাণ সামগ্রী লুটের দায়ে অভিযুক্ত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে ২৯ এপ্রিল বুধবার এ সংক্রান্ত আলাদা এক আদেশ জারি করা হয়েছে। জানাগেছে, গত ১৩ এপ্রিল নন্দলালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিম্নআয়ের কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে বিতরণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ৫০ বস্তা সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়। সে সময় ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তদারকী কর্মকর্তা উপসহকারি কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী বিতরণের এক পর্যায়ে ইউপি সদস্যের যোগসাজসে তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে ১২ বস্তা ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে গেলেও ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্য নিরব দর্শকের ভুমিকাভিনয় করেন।

এ বিষয়ে নন্দলালপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার ইউনিয়ন পরিষদের এসে সরকারি ত্রাণ সামগ্রী বিতরনের সময় লুট হওয়ার বিষয়ে শুনানী করেন। এতে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্য অভিযুক্ত বলে প্রমাণিত হন। এর আগে জেলা প্রশাসকের নির্দেশে গ্রাম পুলিশ সদস্য আব্দুল হাকিমকেও বরখাস্ত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।