দিনাজপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় রহস্যময় চুরি
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদরে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় জানালার গ্রীল কেটে রহস্যময় চুরি হয়েছে । ড্রায়ার ও ফাইলপত্র এলোমেলো করে রাখে এবং সিসি টিভির ফুটেজের সিডি চুরি হয়।
দিনাজপুর সদর উপজেলার শহরের নিমতলায় অবস্থিত সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় বুধবার দিবাগত রাতে কার্যালয়ের উত্তর পাশের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে চোর। ব্যাংকের প্রয়োজনীয় ফাইলপত্র এলোমেলো করা সহ সিসি টিভির ফুটেজের সিডি চুরি করে নিয়ে যায় চোর।
এ বিষয়ে ব্যাংকের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম মতিয়ার রহমান জানান,বৃহস্পতিবার সকালে ব্যাংক খোলার পরে পরিচ্ছন্নকর্মীরদের প্রথম জানালার গ্রীল কাটার বিষয়টি নজরে আসে। পরে পুলিশকে খবর দেয়া হয়। ব্যাংকের টাকা চুরি না গেলেও সিসি টিভির সিডি চুরি গেছে।
ডিবি পুলিশের ওসি গোলাম রসুল ঘটনাস্থল পরিদর্শন করেন বলেন, ব্যাংকে সিকিউরিটি গার্ড থাকা অবস্থায় এমন চুরি বিষয় রহস্য জনক । ব্যংকের কর্মকর্তা কর্মচারীর জরিত আছে কিনা সে ব্যপারে খতিয়ে দেখা হচ্ছে।
তবে বিভিন্ন যায়গায় আংগুলের ছাপসহ আলামত নেয় হয়েছে। কেন এই চুরি তা তদন্ত শেষে জানানো যাবে।ব্যাংক চুরির ঘটনায় সকাল থেকে কয়েক ঘন্টা লেনদেন বন্ধ রাখা হয়। পরে টাকা চুরি না যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে ব্যাংক লেনদেন স্বাভাবিক রাখা হয়।