• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
মান্দায় বজ্রপাতে নিহতের পরিবারকে অনুদান

নওগাঁর মান্দায় বজ্রপাতে নিহত তহমিনা বেগমের (৫০) পরিবারকে অনুদান দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের স্বামীর হাতে অনুদানের চেকটি তুলে দেয়া হয়। নিহত তহমিনা বেগম উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, গত মঙ্গলবার সন্ধ্যালগ্নে মাঠ থেকে ভেড়া আনতে গিয়ে বজ্রপাতে তহমিনা বেগম নিহত হন। বজ্রপাতে তার চারটি ভেড়াও মারা যায়। এ ঘটনার নিহতের স্বামী আব্দুস সামাদের হাতে অনুদানের ২০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।