• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে পদ্মা নদীতে অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করলো ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুরের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে, এ সময় আরও নানা উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান পদ্মা নদীর বিভিন্ন অংশ থেকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা। বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক মেশিন ধংশ করা হলেও তাদের থামানো সম্ভব হয়নি।

আজ বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে এলে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব জানান, অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় দু’টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং বেশ কিছু উপকরণ জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।