• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
ধামরাইয়ে রমজান উপলক্ষে সূতিপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি 

ধামরাই সুতিপাড়া ইউনিয়নে বাথুলী বাজার মাদ্রাসা মাঠে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদের নির্দেশনায় সূতিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজার উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এই টিসিবির পণ্য বিক্রি করা হয়। ভোগ্যপণ্যের সরকারি বিক্রয় প্রতিষ্ঠান টিসিবি রোজা উপলক্ষে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল-ছোলা ও খেজুর বিক্রি করা হয়।টিসিবি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও সয়াবিন তেল ৮০ টাকা কেজি দরে বিক্রি করছে। খেজুরের দাম ১২০ টাকা কেজি ।

টিসিবির পণ্য বিক্রি উপলক্ষে
সূতিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা বলেন, মানুষ যেন খাবার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকারের চেষ্টার কমতি নেই। টিসিবি এমনই এক কার্যক্রম পরিচালনা করছে যার মাধ্যমে মানুষ সহজে খাদ্যপণ্য কিনতে পারে। যা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু মানুষের কল্যাণেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনাভাইরাসের কারণে পণ্য বিক্রির ক্ষেত্রে ডিলারদের ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রেতাদের ৩ ফুট দূরে দূরে দাঁড়ানো এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।