মোঃ নুর ইসলাম, বোয়ালমারী, ফরিদপুর ঃ করোনাভাইরাসের কারণে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলার অপরাধে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আরও পড়ুনঃ চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার (৩০.০৩.২০) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ অভিযান চালিয়ে বিশ্বজিৎ, আমিনুর, গোবিন্দ ব্যানারজি, মিঠুন, হান্নান মিয়াকে এক হাজার টাকা করে, প্রভাত নন্দীকে ৮০০, ও সুজয় কুমার সরকারকে ৫০০ টাকা জরিমানা করেন।
পড়লেই জানতে পারবেনঃবোয়ালমারীতে ইউএনও,এসিল্যান্ড ছাড়া সব অফিসে তালা ঝুলছে
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ অভিযান চালিয়ে সাতৈর বাজারের ব্যবসায়ী কামরুজ্জামানকে এক হাজার, শওকত আলীকে ১৫ হাজার, রেজাউল করিমকে ৫ হাজার ও বোয়ালমারী পৌর বাজারে কম্পিউটার ব্যবসায়ী শাহিন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করেন।