রাশেদুল হাসান কাজল, ফরিদপুর
তীব্র তাপদাহ মানুষদের হাসপাশে নাভিস্বাস জীবনে তৃষ্ণা মিটিয়ে একটু স্বস্তি এনে দিল চায়ের আড্ডা এন্ড জুসবার। মঙ্গলবার সকাল থেকেই শহরের লাভলু মিয়া সড়কে অবস্থিত এই মিনি রেস্ট্রুরেন্টের পক্ষ হতে পথচারী, রিক্সা চালক, যাত্রী ও সাধারন মানুষকে চলতি পথেই পানি ও স্যালাইন পান করিয়ে তাদের একটু তৃষ্ণা মেটানোতে সহায়তা করে পাশে থেকেছে।
এ সময় উপস্থিত ছিলেন চায়ের আড্ডা জুসবারের স্বত্বাধিকারী সৈয়দ মেহেদী হাসান ও আকিদুল হাসান নাঈম।
সৈয়দ মেহেদী হাসান বলেন, তীব্র তাপদাহে রাস্তায় খেটে খাওয়া রিকশাচালক পথচারী মানুষগুলো খুবই গরমে অস্বস্তি বোধ করে। তাদের এই কষ্ট দূর করতেই আমার চায়ের আড্ডা ও জুসবারের পক্ষ থেকে সামান্য একটু প্রয়াস। আমি মনে করি সামর্থ্যবান সকলেই যদি তার সামনের লোকগুলোর তৃষ্ণার্ত মেটাতে পাশে দাঁড়ায় তাহলে অন্ততপক্ষে আমরা সকলে সুস্থ থাকতে পারবো।
রাশেদুল হাসান কাজল, ফরিদপুর।